Head Master

Head Master

ভবিষ্যৎ প্রজন্মকে সু-শিক্ষায় শিক্ষিত, প্রযুক্তি নির্ভর, বিজ্ঞানমনস্ক , দক্ষ, আধুনিক এবং দেশপ্রেমিক নাগরিক হিসাবে গড়ে তোলার লক্ষে “সুশিক্ষিত জাতি, উন্নত দেশ” এই মন্ত্রকে ধারন করে ১৯৮১ সাল থেকে যাত্রা শুরু করে এ প্রতিষ্ঠান। জ্ঞানের আলোর দীপশিখা জ্বেলে সুচনালগ্ন থেকেই লেখাপড়ার পাশাপাশি শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা ও সহশিক্ষা কার্যক্রমের উপর আমরা সর্বাধিক গুরুত্ব আরোপ করে আসছি। দক্ষ ও দূরদৃষ্টি সম্পন্ন ব্যবস্থপনা পর্ষদ, অভিজ্ঞ শিক্ষকমন্ডলী ও অভিভাবকদের আন্তরিক প্রচেষ্ঠার ফলে বিভিন্ন পাবলিক পরীক্ষাতে ভালো ফলাফল করে সুনাম অর্জন করে চলেছে এ প্রতিষ্ঠানটি। আমি মনে করি যে, শিখন-শেখানো প্রক্রিয়া তখনই কাঙ্খিত লক্ষ্যে পেীঁছাতে পারে যখন শিক্ষার্থী-শিক্ষক-অভিভাবক একযোগে কাজ করেন। শিক্ষার্থীরা এই প্রতিষ্ঠান থেকে গুনগত শিক্ষা গ্রহণ করে পরিনত হবে প্রতিযোগিতামূলক আধুনিক বিশ্বের উপযোগী মানব সম্পদে। দেশ ও মাতৃকার সম্মান, সুনাম ও সু-খ্যাতি উত্তরোত্তর বৃদ্ধি করবে এবং একজন শিক্ষিত ও আদর্শ আলোকিত হিসাবে বিশ্বসভায় উন্নত শিখরে অবস্থান করবে এ আমরা বিশ্বস ও সুনাগরিকের প্রত্যাশা।